প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ৪০০ মিটার টি২০ ইভেন্টে স্বর্ণ পদক জেতায় দীপ্তি জিভানজীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

प्रविष्टि तिथि: 24 OCT 2023 1:39PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ অক্টোবর, ২০২৩

 

চীনের হাংঝাউয়ে এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ৪০০ মিটার টি-২০ ইভেন্টে স্বর্ণ পদক জয়ে দীপ্তি জিভানজীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

তাঁর এই অসাধারণ সাফল্যকে বিদ্যুৎ চমকের মত সাড়াজাগানো আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ট্র্যাকে জিভানজীর এই উদ্যম অতুলনীয়।

এক্স হ্যান্ডে প্রধানমন্ত্রী বলেছেন:

“বিদ্যুৎ চমকিত সাফল্য দীপ্তি জিভানজীর! এশিয়ান প্যারা গেমস-এ মহিলাদের ৪০০ মিটার টি-২০ ইভেন্টে স্বর্ণ পদক জয়ে তাঁকে অভিনন্দন। ট্র্যাকে তাঁর অতুলনীয় উদ্যম দর্শকদের মোহাবিষ্ট করেছে। আমাদের সকলকে গর্বিত করায় দীপ্তিকে সাধুবাদ।”

PG/AB/AS/


(रिलीज़ आईडी: 1974161) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam