প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী এশিয়ান প্যারা গেমস ২০২২-এ মহিলাদের ৪৮ কেজি জে২ জুডো প্রতিযোগিতায় কোকিলার ব্রোঞ্জ পদক জয়ে আনন্দ প্রকাশ করেছেন

Posted On: 23 OCT 2023 6:51PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের হ্যাংঝাউ-তে এশিয়ান প্যারা গেমস ২০২২-এ মহিলাদের ৪৮ কেজি জে২ জুডো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়ের জন্য কোকিলাকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

“এশিয়ান প্যারা গেমসে মহিলাদের জুডোয় ৪৮ কেজি জে২ বিভাগে প্রত্যাশা মতো ব্রোঞ্জ পদক জেতার জন্য কোকিলা-কে অভিনন্দন। তিনি সবার কাছে প্রেরণা। আগামী দিনের উদ্যোগের জন্য শুভেচ্ছা।”

PG/AP/SKD/


(Release ID: 1974140) Visitor Counter : 94