প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জাতীয় একতা দিবসের পবিত্র অনুষ্ঠান উপলক্ষে মেরি মাটি মেরা দেশ প্রচারাভিযানে অমৃত কলস যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার অমৃত কলস যাত্রীর সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দেশের সমস্ত জায়গা থেকে সংগৃহিত মৃত্তিকায় নির্মিত অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব সৌধের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Posted On: 30 OCT 2023 9:11AM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেরি মাটি মেরা দেশ প্রচারাভিযানে অমৃত কলস যাত্রার সমাপ্তি উপলক্ষে কর্তব্য পথে আগামীকাল বিকেল ৫টায় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান হিসেবে সূচিত হবে। 

প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব সৌধের উদ্বোধন করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার অমৃত কলসযাত্রীর সমাবেশে ভাষণ দেবেন তিনি। 

অনুষ্ঠানে তিনি দেশের যুব সম্প্রদায়ের জন্য ‘মেরা যুবা ভারত’ (মাই ভারত) মঞ্চের আনুষ্ঠানিক সূচনা করবেন। 

মেরি মাটি মেরা দেশ 

দেশের জন্য চরম বলিদান করেছেন বীর ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানাতে মেরি মাটি মেরা দেশ প্রচারাভিযানের আয়োজন করা হয়। জন ভাগিদারির ভাবাদর্শকে সামনে রেখে দেশজুড়ে পঞ্চায়েত, গ্রাম, ব্লক, পৌরনিগম, রাজ্য এবং জাতীয় স্তরে এই প্রচারাভিযানের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেসব বিষয় ভিত্তিক এই কর্মসূচি আয়োজিত হয় তা হল, দেশের জন্য চরম আত্মবলিদান করেছেন এমন বীর মানবদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাতে প্রস্তরফলক (সৌধ) নির্মাণ, প্রস্তরফলকের সামনে মানুষের পঞ্চপ্রাণ শপথগ্রহণ, দেশজ প্রজাতির গাছের চারা পোঁতা, অমৃত বাটিকা (বসুধা বন্ধন) গড়ে তোলা, স্বাধীনতা সংগ্রামী এবং যেসব স্বাধীনতা সংগ্রামী মারা গেছেন তাঁদের পরিবারকে সম্মান জানানো প্রভৃতি। 

এই প্রচারাভিযান বিরাট সাফল্য পেয়েছে। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি প্রস্তর ফলক নির্মিত হয়েছে। পঞ্চপ্রাণ শপথ গ্রহণের প্রায় ৪ কোটি সেলফি আপলোড করা হয়েছে। দেশজুড়ে ২ লক্ষেরও বেশি বীরের বন্দনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২ কোটি ৩৬ লক্ষেরও বেশি দেশজ প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে, বসুধা বন্ধন বিষয়ের অধীন দেশজুড়ে ২ লক্ষ ৬৩ হাজার অমৃত বাটিকা তৈরি করা হয়েছে। 

‘মেরি মাটি মেরা দেশ’ এই প্রচারাভিযানের অন্তর্ভুক্ত অমৃত কলস যাত্রা। এতে গ্রামীণ এলাকার ৬ লক্ষ গ্রাম এবং শহর এলাকার ওয়ার্ডগুলি থেকে মাটি এবং চালের দানা সংগ্রহ করে ব্লক স্তরে পাঠানো হয় (যেখানে গ্রাম এবং ব্লকের মাটির মিশ্রণ মিশ্রিত করা হয়)। তারপর তা রাজ্যের রাজধানী শহরে পাঠানো হয়। এরপর রাজ্যস্তরের সেই মাটি জাতীয় রাজধানীতে হাজার হাজার অমৃত কলস যাত্রীর মাধ্যমে বয়ে নিয়ে আসা হচ্ছে। 

২০২৩-এর ৩০ অক্টোবর রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশ্লিষ্ট ব্লক এবং পৌর এলাকা থেকে এই অমৃত কলস যাত্রায় কলসীতে করে নিয়ে আসা মাটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবাবেগকে তুলে ধরতে এক বৃহদায়তন কলসে সংগৃহীত হবে। ৩১ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার অমৃত কলস যাত্রীর সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। 

কর্তব্য পথে দেশের সমস্ত প্রান্ত থেকে সংগৃহীত মৃত্তিকায় নির্মিত অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব স্মারকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান হিসেবে মেরি মাটি মেরা দেশ এই প্রচারাভিযানের পরিকল্পনা করা হয়। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব ২০২১এর ১২ মার্চ শুরু হয়েছিল। এর পর থেকে উৎসাহী জনসাধারণের অংশগ্রহণে দেশজুড়ে ২ লক্ষেরও বেশি কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মাই ভারত

মেরা যুবা ভারত (মাই ভারত) একটি সায়ত্তশাসিত সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে যা দেশের যুব সম্প্রদায়ের জন্য যাবতীয় সরকারি কর্মসূচি সুযোগ লাভের একটি অভিন্ন স্থান হিসেবে পরিগণিত হবে। দেশের প্রত্যেক তরুণকে ন্যায় সঙ্গত সুযোগ প্রদানে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গীকে সামনে রেখে এই ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। সরকারের যাবতীয় ব্যবস্থার সুযোগ যাতে তরুণ সম্প্রদায় পেতে পারেন এবং তারা বিকশিত ভারত গঠনে সক্রিয়ভাবে যোগদান করতে পারেন সেই সুবিধা তাদের কাছে পৌঁছে দিতেই মাই ভারতে এই প্রযুক্তি বান্ধব ব্যবস্থা। মাই ভারতের উদ্দেশ্য হল দেশ গঠনে তরুণদেরকে জনগোষ্ঠীর মানসিকতা পরিবর্তনের এজেন্ট হিসেবে কাজ করতে উৎসাহিত করা এবং সরকার ও জনসাধারণের মধ্যে তাদেরকে ‘যুব সেতু’ হিসেবে সক্ষমভাবে গড়ে তোলা। মাই ভারত দেশের যুব চালিত উন্নয়নকে ত্বরাণ্বিত করতে সক্রিয় ভূমিকা নেবে। 


    
PG/AB/NS…


(Release ID: 1973208) Visitor Counter : 147