মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয় সংক্রান্ত কমিটি উত্তরাখন্ডের জামরানী বাঁধ বহুমুখী প্রকল্পকে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা – দ্রুত সেচ সুবিধা কর্মসূচি (পিএমকেএসওয়াই – এআইবিপি)-তে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে
প্রকল্পের আওতায় বাকি কাজের জন্য ৯০ শতাংশ কেন্দ্রীয় সহায়তা পাওয়া যাবে, ১০ শতাংশ দিতে হবে রাজ্যকে
প্রকল্পের আনুমানিক ব্যয় ২৫০০৮৪.১০ কোটি টাকা, এর মধ্যে উত্তরাখন্ডের জন্য ১৫৫৭.১৮ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে
প্রকল্প সম্পাদনের নির্ধারিত সময় মার্চ, ২০২৮
উত্তরাখন্ডের নৈনিতাল ও উধম সিং নগর জেলা এবং উত্তর প্রদেশের রামপুর ও বেরিলি জেলার ৫৭ হাজার হেক্টর অতিরিক্ত জমিতে জলসেচ
এছাড়াও, হলদোয়ানি ও সংলগ্ন এলাকায় পৌঁছবে ৪২.৭০ মিলিয়ন কিউবিক মিটার পানীয় জল, উপকৃত হবেন ১০.৬৫ লক্ষেরও বেশি মানুষ
১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সহ প্রায় ৬৩.৪ মিলিয়ন ইউনিট জলবিদ্যুৎ উৎপাদন
Posted On:
25 OCT 2023 3:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি উত্তরাখন্ডের জামরানী বাঁধ বহুমুখী প্রকল্পকে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা – দ্রুত সেচ সুবিধা কর্মসূচি (পিএমকেএসওয়াই – এআইবিপি)-তে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে।
এই প্রকল্পের আনুমানিক ব্যয় ২৫৮৪.১০ কোটি টাকা। কমিটি এই প্রকল্পের জন্য উত্তরাখন্ডকে ১৫৫৭.১৮ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় অনুমোদন দিয়েছে। ২০২৮ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।
এই প্রকল্পের আওতায় উত্তরাখন্ডের নৈনিতাল জেলায় জামরানী গ্রামের কাছে রামগঙ্গার শাখানদী গোলার ওপর একটি বাঁধ গড়ে তোলা হবে। এর মাধ্যমে ৪০.৫ কিলোমিটার এবং ২৪৪ কিলোমিটার দীর্ঘ খাল দিয়ে গোলা ব্যারেজে জল সরবরাহ করা হবে।
এই প্রকল্পের সুবাদে উত্তরাখন্ডের নৈনিতাল ও উধম সিং নগর জেলা এবং উত্তর প্রদেশের রামপুর ও বেরিলি জেলার ৫৭ হাজার ৬৫ হেক্টর জমিতে (উত্তরাখন্ডে ৯ হাজার ৪৫১ হেক্টর এবং উত্তর প্রদেশে ৪৭ হাজার ৬০৭ হেক্টর) জলসেচের সুবিধা পৌঁছে দেওয়া যাবে। ২টি নতুন ফীডার ক্যানেলের খনন ছাড়াও এই প্রকল্পের আওতায় বর্তমানের ২০৭ কিলোমিটার দীর্ঘ খালের সংস্কারসাধন করা হবে। গড়ে তোলা হবে ২৭৮ কিলোমিটার পাকা ফিল্ড চ্যানেল। এছাড়াও, ১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সহ প্রায় ৬৩.৪ মিলিয়ন ইউনিট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এই প্রকল্প থেকে। হলদোয়ানি ও সংলগ্ন এলাকায় পৌঁছবে ৪২.৭০ মিলিয়ন কিউবিক মিটার পানীয় জল, উপকৃত হবেন ১০.৬৫ লক্ষেরও বেশি মানুষ।
উত্তরাখন্ডে নির্মিত এই প্রকল্প থেকে জলসেচের ক্ষেত্রে উপকৃত হবে প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশ। দুই রাজ্যের মধ্যে ব্যয় ও সুবিধা ভাগাভাগি হবে ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুসারে। তবে, পানীয় জল ও বিদ্যুতের সুবিধা পুরোটাই পাবেন উত্তরাখন্ডের মানুষ।
PG/SD/SB…
(Release ID: 1971082)
Visitor Counter : 132
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam