প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে


ইজরায়েলে জঙ্গি হানায় নিহত ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তাঁকে জানান, এই কঠিন সময়ে ভারতের মানুষ ইজরায়েলের পাশে রয়েছে

সন্ত্রাসবাদের কঠোর নিন্দায় প্রধানমন্ত্রী

ইজরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Posted On: 10 OCT 2023 5:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অক্টোবর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আজ ফোন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী শ্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

জঙ্গি হানার ফলে ইজরায়েলে নিহত ও আহতদের প্রতি তাঁর শোক ও সমবেদনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এবং শ্রী মোদী তাঁকে জানান, এই কঠিন সময়ে ভারত ইজরায়েলের পাশে রয়েছে। 

সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নিন্দা ও অবস্থানের কথা ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জানিয়ে দেন শ্রী মোদী। 

কথোপকথনের সময় ইজরায়েলে বসবাসরত ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে সমস্ত ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। 

দুই নেতাই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখার ব্যাপারে তাঁদের সহমতের কথা জানান।


PG/MP/DM/



(Release ID: 1967000) Visitor Counter : 89