প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস ২০২২-এ ১০ মিটার এয়ার পিস্তল দলগত প্রতিযোগিতায় মহিলা দলের রৌপ্য পদক জয়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 29 SEP 2023 10:07AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯  সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝৌ-তে এশিয়ান গেমস ২০২২-এ ১০ মিটার এয়ার পিস্তল মহিলাদের দলগত প্রতিযোগিতায় দিব্যা থাদিগোল, এশা সিং এবং পলক-এর রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, 

“এশিয়ান গেসম—এ শ্যুটিং-এ আরও একটি পদক!

১০ মিটার এয়ার পিস্তল মহিলা দলগত প্রতিযোগিতায় দিব্যা থাদিগোল, এশা সিং এবং পলক-এর রৌপ্য পদক জয়ের জন্য অভিনন্দন। তাঁদের ভবিষ্যৎ প্রয়াসের জন্য শুভেচ্ছা রইল। তাঁদের সাফল্য ভাবী ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।”


PG/SS/NS 


(Release ID: 1962028) Visitor Counter : 94