প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্বৎসরী উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 19 SEP 2023 8:12PM by PIB Kolkata

নয়াদিল্লি ১৯ সেপ্টেম্বর 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্বৎসরী উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন । 
এক্স-পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“সম্বৎসরী ক্ষমাশীলতা এবং ঐক্যের শক্তিকে তুলে ধরে। সব বিভেদ দূর হোক । সহমর্মিতা এবং একতার আদর্শ সবসময় আমাদের পথ দেখাক। মিচ্ছামি দুক্কাদম।”

AC/AC/CS



(Release ID: 1959009) Visitor Counter : 82