প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গ্রীসে ইসকনের প্রধান, গুরু দয়ানিধি দাসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Posted On: 25 AUG 2023 10:55PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৫ শে অগাষ্ট, ২০২৩    


    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্রীসের এথেন্সে ২৫ অগাষ্ট ইসকনের প্রধান, গুরু দয়ানিধি দাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রী ২০১৯ এ ভারতে তাঁদের মধ্যে বৈঠকের কথা স্মরণ করেন। গ্রীসে ইসকনের কার্যকলাপ সম্পর্কে তাঁকে জানানো হয়। 


AC / AB /SG


(Release ID: 1953674) Visitor Counter : 108