প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্রী শ্রী শ্রেত্থা থাভিসিনকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

Posted On: 23 AUG 2023 7:53AM by PIB Kolkata

নতুনদিল্লি ২৩ অগাস্ট

 

 

প্রধানমন্রী   শ্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার জন্য শ্রী শ্রেত্থা থাভিসিনকে  অভিনন্দন জানিয়েছেন।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন; 

“থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য  @ থাভিসিন আপনাকে আন্তরিক অভিনন্দন। ভারত-থাইল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনার সঙ্গে একান্তভাবে কাজ করার জন্য তাকিয়ে আছি।”

 

AC/MP/CS


(Release ID: 1951378) Visitor Counter : 146