ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
পেঁয়াজের মজুতভাণ্ডার ৩ লক্ষ মেট্রিক টন থেকে ৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত
আগামীকাল থেকে এনসিসিএফ-এর মোবাইল ভ্যানগুলির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কেজিপ্রতি ২৫ টাকা দরে সাধারণ ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা
Posted On:
20 AUG 2023 2:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ আগস্ট, ২০২৩
এক নজিরবিহীন পদক্ষেপের মাধ্যমে দেশে এ বছর পেঁয়াজের মজুতভাণ্ডার ৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করেছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ সংগ্রহের পর তা ৫ লক্ষ মেট্রিক টনে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক দপ্তর। দপ্তরের পক্ষ থেকে এনসিসিএফ এবং নাফেড-কেও ১ লক্ষ মেট্রিক টন করে পেঁয়াজ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
মজুতভাণ্ডার থেকে ইতিমধ্যেই বাজারে পেঁয়াজ ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পেঁয়াজের খুচরো মূল্য সর্বভারতীয় গড়ের তুলনায় বেশি, সেখানে অগ্রাধিকারের ভিত্তিতে এই পেঁয়াজ যোগানের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত বাজারগুলিতে প্রায় ১,৪০০ মেট্রিক টনের মতো পেঁয়াজের যোগান দেওয়া হয়েছে।
এইভাবে বাজারে পেঁয়াজের যোগান নিশ্চিত করার পাশাপাশি খুচরো ক্রেতাদের কাছে কেজিপ্রতি ২৫ টাকা দরে তা বিভিন্ন বিক্রয়কেন্দ্র মারফৎ বিক্রির ব্যবস্থাও করা হয়েছে। আগামীকাল, অর্থাৎ ২১ আগস্ট, সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে এনসিসিএফ-এর মোবাইল ভ্যানগুলির মাধ্যমে খুচরো পেঁয়াজ বিক্রির ব্যবস্থা চালু হচ্ছে। এছাড়াও, অন্যান্য বিপণন সংস্থা এবং ই-কমার্সের মঞ্চে আগামীদিনগুলিতে আরও বেশি মাত্রায় পেঁয়াজ বিক্রির কাজ শুরু হবে।
AC/SKD/DM
(Release ID: 1950663)
Visitor Counter : 114