স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের নয়ডায় ১৮ অগাস্ট শুক্রবার সিআরপিএফ গ্রুপ সেন্টারে একটি গাছের চারা রোপণ করবেন; এরফলে চারাগাছের সংখ্যা দাঁড়াবে চারকোটি

Posted On: 17 AUG 2023 4:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ অগাস্ট, ২০২৩

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরপ্রদেশের নয়ডায় ১৮ অগাস্ট শুক্রবার সিআরপিএফ গ্রুপ সেন্টারে একটি গাছের চারা রোপণ করবেন,  এরফলে চারাগাছের সংখ্যা দাঁড়াবে চারকোটি। স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিন মাধ্যমে সিআরপিএফ-এর আটটি বিভিন্ন চত্ত্বরে ১৫টি নবনির্মিত ভবনেরও উদ্বোধন করবেন। সারা দেশে এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সালের ১২ জুলাই থেকে শুরু করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায় ও সুযোগ্য নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সারা দেশে ২০২০-২০২২ এই তিন বছর সময়ে ৩ কোটি ৫৫ লক্ষের বেশি গাছের চারা রোপণ করেছেন। ২০২৩ সালে সিআরপিএফ-এর কর্মীদের জন্য ১ কোটি ৫০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল। এর ফলে, মোট ৫ কোটি গাছের চারা রোপণ করবে সিএপিএফ, যা সামগ্রিক ভাবে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করবে। 

বিভিন্ন ক্ষেত্রে যথাযথ গাছের চারা রোপণের জন্য একটি সময়সারণী স্থির করা হয়েছিল। একজন নোডাল অফিসারও নিয়োগ করা হয়। মোট বৃক্ষরোপণের অন্তত ৫০ শতাংশ যেন স্থানীয় গাছ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়। পাশাপাশি গাছগুলির আয়ু যেন ১০০ বছর ও তার বেশি হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছিল। এছাড়াও ঔষধি এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। 

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি একতা ও অখণ্ডতা রক্ষায় কেন্দ্রীয় সশস্ত্রপুলিশ বাহিনী সর্বদাই বিশেষ ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় ও ভবিষ্যতের জীবনযাত্রা সহজ করতে এই বাহিনীর ভূমিকাও উল্লেখযোগ্য। 


AC/PM/AS/



(Release ID: 1949934) Visitor Counter : 124