প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ডিআরডিও-র প্রাক্তন মহানির্দেশক ডঃ ভি এস অরুণাচলমের প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 17 AUG 2023 10:08AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ আগস্ট, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডিআরডিও-র প্রাক্তন মহানির্দেশক ডঃ ভি এস অরুণাচলমের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

 

প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় বলেছেন;

 

“ডঃ ভি এস অরুণাচলমের মৃত্যুতে ভারতের বিজ্ঞান জগতে এবং কৌশলগত বিশ্বে বড় শূন্যতার সৃষ্টি হল। তাঁর জ্ঞান ও গবেষণার প্রতি নিষ্ঠা সর্বদাই বিশেষ ভাবে স্মরণ করা হবে। ভারতের নিরাপত্তা জগতকে মজবুত করতে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। শোকসন্তপ্ত পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের জানাই সমবেদনা। ওম শান্তি।”

 

 

AC/PM/AS


(रिलीज़ आईडी: 1949850) आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam