প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছে

প্রধানমন্ত্রী ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ককে মজবুত করতে মার্কিন কংগ্রেসের নিরন্তর প্রচেষ্টা ও পক্ষপাতহীন সমর্থনের প্রশংসা করেছেন

प्रविष्टि तिथि: 16 AUG 2023 7:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ আগস্ট, ২০২৩

 

মার্কিন কংগ্রেসের ৮ সদস্যের এক প্রতিনিধিদল আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছে।

 

প্রতিনিধিদলে ছিলেন রো খান্না, ভারতীয় ককাসের সহ ডেমোক্র্যাটিক সদস্য মাইক ওয়ালটস, রিপাবলিক কো চেয়ার এড কেস, ক্যাট ক্যামাক, ডেবোরা রস, জেসমিন ক্রোকেট, রিচ ম্যাককরমিক এবং শ্রী থানেদার।

 

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী ভারত মার্কিন সম্পর্ককে আরও জোরদার করতে মার্কিন কংগ্রেসের নিরন্তর প্রচেষ্টা ও পক্ষপাতহীন সমর্থনের প্রশংসা করেন।

 

প্রধানমন্ত্রী জুন মাসে রাষ্ট্রপতি বাইডেনের আমন্ত্রণে তাঁর ঐতিহাসিক মার্কিন সফরের কথা স্মরণ করেন। সেই সময় তিনি দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দিয়েছিলেন।

 

প্রধানমন্ত্রী ও মার্কিন প্রতিনিধিদলটি ভারত ও আমেরিকার মধ্যে সুসংহত আন্তর্জাতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার এবং আইনের শাসনের প্রতি সম্মান এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

 

 

AC/PM/AS


(रिलीज़ आईडी: 1949848) आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Manipuri , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam