কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পণ্য আমদানি-রপ্তানি ব্যবস্থাকে আরও সহজ করে তুলতে পারস্পরিক স্বীকৃতি ব্যবস্থা কার্যকর করতে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে
Posted On:
16 AUG 2023 4:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ আগস্ট ২০২৩
পারস্পরিক স্বীকৃতিদান সম্পর্কিত একটি চুক্তি ব্যবস্থা (এমআরএ) বাস্তবায়িত করার লক্ষ্যে একটি প্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ভারতের রাজস্ব দপ্তরের পরোক্ষ কর ও কাস্টমস পর্ষদ (সিবিআইসি) এবং অস্ট্রেলিয়া সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই ব্যবস্থা চালু হবে। দু’দেশের পক্ষ থেকে যে তারিখে এই ব্যবস্থা স্বাক্ষরিত হবে সেদিন থেকে সেটি কার্যকর হবে। দু’দেশের কাস্টমস কর্তৃপক্ষের সম্মতিক্রমে এমআরএ-র খুঁটিনাটি চূড়ান্ত করা হয়েছে।
এই চুক্তি তথা ব্যবস্থার আওতায় দু’দেশ থেকে পণ্য আমদানি-রপ্তানির বিষয়টি আরও সহজ হয়ে উঠবে। ভারতের রপ্তানিকারকরা অস্ট্রেলিয়ায় পণ্য পরিবহণের কাজে বিশেষ সুবিধা পাবেন এই ব্যবস্থাটি কার্যকর হলে। এর মধ্য দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
AC/SKD/DM
(Release ID: 1949605)
Visitor Counter : 126
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam