স্বরাষ্ট্র মন্ত্রক

২০২৩-এর স্বাধীনতা দিবস উপলক্ষে ৯৫৪ জনকে পুলিশ পদক প্রদান করা হয়েছে

Posted On: 14 AUG 2023 10:29AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ আগস্ট, ২০২৩

 

২০২৩-এর স্বাধীনতা দিবস উপলক্ষে ৯৫৪ জনকে পুলিশ পদক দেওয়া হয়েছে। সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন সিআরপিএফ-এ কর্মরত এক পুলিশ আধিকারিক। সাহসিকতার জন্য পুলিশ পদক দেওয়া হয়েছে ২২৯ জনকে। বিশেষ সেবার কারণে রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন ৮২ জন। প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক পেয়েছেন ৬৪২ জন। 

সাহসিকতার জন্য যে ২২৩ জনকে পদক দেওয়া হয়েছে তাঁদের মধ্যে ১২৫ জন চরম বামপন্থী অধ্যুষিত অঞ্চলে কর্মরত। পশ্চিমবঙ্গের ৫ জন এবং আসামের ৮ জনও এই পুরস্কার পেয়েছেন। বিশেষ সেবার কারণে রাষ্ট্রপতি পুলিশ পদক পাওয়া ৮২ জনের মধ্যে পশ্চিমবঙ্গ ও আসাম পুলিশের একজন আধিকারিক রয়েছেন। পশ্চিমবঙ্গের ২০ জন, ত্রিপুরার ৬ জন এবং আসামের ১৩ জন পুলিশ আধিকারিক প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক পেয়েছেন। 

যাঁরা প্রাণ ও সম্পত্তি রক্ষার জন্য সাহসিকতার পরিচয় দেন তাঁদের রাষ্ট্রপতি পুলিশ পদক এবং পুলিশ পদক দেওয়া হয়। এঁরা অপরাধদমন এবং অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পদকপ্রাপকদের তালিকা দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/aug/doc2023814237401.pdf
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/aug/doc2023814237501.pdf
বিশেষ সেবার কারণেও রাষ্ট্রপতি পুলিশ পদক দেওয়া হয়। রাষ্ট্রপতি পুলিশ পদকপ্রাপকদের নামের তালিকা দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/aug/doc2023814237601.pdf
এছাড়াও কর্তব্যে অবিচল থেকে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁদের প্রশংসনীয় কাজের জন্য পুলিশ পদক দেওয়া হয়। পদক প্রাপকদের তালিকা দেখার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – 
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/aug/doc2023814237701.pdf
এবিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://awards.gov.in/
https://www.mha.gov.in/en

AC/CB/SKD



(Release ID: 1948521) Visitor Counter : 159