প্রধানমন্ত্রীরদপ্তর
আগামী ৬ আগস্ট এক ঐতিহাসিক উদ্যোগে প্রধানমন্ত্রী দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন
অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয়ে স্টেশনগুলিকে নতুন করে গড়ে তোলা হবে
শহরের দুই দিকের সঙ্গে যথাযথ সংযুক্তিকরণ ঘটিয়ে স্টেশনগুলিকে ‘সিটি সেন্টার’ হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে
রেল স্টেশনকে কেন্দ্র করে সামগ্রিক নগরোন্নয়নের সার্বিক সংযুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে
স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের ভিত্তিতে স্টেশন ভবনগুলি গড়ে তোলা হবে
Posted On:
04 AUG 2023 2:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৬ আগস্ট বেলা ১১টায় এক ঐতিহাসিক উদ্যোগে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী প্রায়শই অত্যাধুনিক গণ পরিবহণ ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন। রেল যেহেতু দেশের সাধারণ মানুষের পছন্দের পরিবহণ মাধ্যম, তাই তিনি রেল স্টেশনগুলিতে বিশ্বমানের সুযোগ সুবিধার ব্যবস্থা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই ভাবনা চিন্তা থেকেই দেশজুড়ে ১ হাজার ৩০৯টি রেল স্টেশনকে নতুনভাবে গড়ে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা হয়েছে।
এই প্রকল্পের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ৫০৮টি রেল স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এজন্য ২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি ব্যয় হবে। শহরের দুই দিকের সঙ্গে যথাযথ সংযুক্তিকরণ ঘটিয়ে স্টেশনগুলিকে ‘সিটি সেন্টার’ হিসেবে গড়ে তুলতে মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। রেল স্টেশনকে কেন্দ্র করে সামগ্রিক নগরোন্নয়নের সার্বিক সংযুক্ত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।
যে ৫০৮টি স্টেশনকে পুনর্নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে, সেগুলি ছড়িয়ে আছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে উত্তরপ্রদেশ ও রাজস্থানে ৫৫টি করে, বিহারে ৪৯টি, মহারাষ্ট্রে ৪৪টি, পশ্চিমবঙ্গে ৩৭টি, মধ্যপ্রদেশে ৩৪টি, অসমে ৩২টি, ওড়িশায় ২৫টি, পাঞ্জাবে ২২টি, গুজরাট ও তেলেঙ্গানায় ২১টি করে, ঝাড়খণ্ডে ২০টি, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে, হরিয়ানায় ১৫টি এবং কর্ণাটকে ১৩টি স্টেশন রয়েছে।
এই স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক ব্যবস্থা, সুপরিকল্পিত যান সঞ্চালন, বিভিন্ন পরিবহণ মাধ্যমের সংযুক্তিকরণ এবং যাত্রীদের দিশা নির্দেশের সুন্দর ব্যবস্থা থাকবে। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের ভিত্তিতে স্টেশন ভবনগুলি গড়ে তোলা হবে।
AC/SD/SKD
(Release ID: 1945830)
Visitor Counter : 205
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada