অর্থমন্ত্রক
জুলাই মাসে ১,৬৫,১০৫ কোটি টাকা জিএসটি সংগ্রহ; রেকর্ড ১১ শতাংশ বৃদ্ধি
এই নিয়ে পঞ্চমবার জিএসটি সংগ্রহের মাত্রা ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়ালো
प्रविष्टि तिथि:
01 AUG 2023 2:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ আগস্ট, ২০২৩
চলতি বছরের জুলাই মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ১,৬৫,১০৫ কোটি টাকা। এর মধ্যে সিজিএসটি (কেন্দ্রীয়) ২৯,৭৭৩ কোটি টাকা, এসজিএসটি (রাজ্য) ৩৭,৬২৩ কোটি টাকা এবং আইজিএসটি (ইন্টিগ্রেটেড) ৮৫,৯৩০ কোটি টাকা (আমদানি করা পণ্যের ৪১,২৩৯ কোটি টাকা সহ)। সেস সংগ্রহ হয়েছে ১১,৭৭৯ কোটি টাকা (আমদানি করা পণ্যের ৮৪০ কোটি টাকা সহ)।
সরকারি নিয়ম অনুযায়ী, জুলাই মাসে কেন্দ্রের কোষাগারে জিএসটি জমা পড়েছে ৬৯,৫৫৮ কোটি টাকা এবং রাজ্যগুলির জিএসটি বাবদ আয় হয়েছে ৭০,৮১১ কোটি টাকা।
গত বছরের জুলাই মাসের তুলনায় ২০২৩-এর জুলাইয়ে জিএসটি সংগ্রহ বেড়েছে ১১ শতাংশ। এই নিয়ে পঞ্চমবার জিএসটি সংগ্রহ ১.৬০ লক্ষ কোটি টাকা ছাড়ালো।
সরকারি তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই মাসে পশ্চিমবঙ্গে জিএসটি আদায় হয়েছে ৫১২৮ কোটি টাকা। গত বছর এই সংগ্রহের পরিমাণ ছিল ৪,৪৪১ কোটি টাকা। শতাংশের হিসেবে ১৫ শতাংশ বৃদ্ধি। জুলাই মাসে মোট জিএসটি বাবদ পশ্চিমবঙ্গ পেয়েছে ৩,৪৮৩ কোটি টাকা।
CG/MP/NS
(रिलीज़ आईडी: 1945049)
आगंतुक पटल : 174