প্রধানমন্ত্রীরদপ্তর

উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন থেকে দুটি বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী


গোরখপুর রেল স্টেশন সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Posted On: 07 JUL 2023 8:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৭ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের গোরখপুর রেল স্টেশন থেকে দুটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। এগুলি হল গোরখপুর–লক্ষ্ণৌ বন্দে ভারত এক্সপ্রেস এবং যোধপুর–আহমেদাবাদ (সবরমতী) বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রী গোরখপুর রেল স্টেশন  সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এজন্য প্রায় ৪৯৮ কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী গোরখপুর রেল স্টেশনের প্রস্তাবিত নতুন মডেলটিও দেখেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল শ্রীমতী আনন্দীবেন প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এবং গোরখপুরের সাংসদ শ্রী রবি কিষাণ।

প্রেক্ষাপট

গোরখপুর-লক্ষ্ণৌ বন্দে ভারত এক্সপ্রেস অযোধ্যার উপর দিয়ে যাবে। রাজ্যের গুরুত্বপূর্ণ শরহগুলিকে এই ট্রেন সংযুক্ত করবে, এর জেরে পর্যটনের বিকাশ হবে। যোধপুর-সবরমতী বন্দে ভারত এক্সপ্রেস যোধপুর, আবু রোড এবং আহমেদাবাদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে, এর সুবাদে ওই অঞ্চলের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি হবে।

গোরখপুর রেল স্টেশনের সংস্কারের জন্য ব্যয় হবে প্রায় ৪৯৮ কোটি টাকা। পুনর্নির্মাণের পর এই স্টেশন বিশ্বমানের সুযোগ-সুবিধা যাত্রীদের নাগালের মধ্যে এনে দেবে।

CG/SD/SKD/ ReleaseID: 1938033/ 08 July, 2023/ W 198



(Release ID: 1938349) Visitor Counter : 82