প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পয়লা জুলাই মধ্যপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের সূচনা করবেন

প্রধানমন্ত্রী শাহদোল জেলার পাকাড়িয়া গ্রাম সফর করবেন এবং গ্রামে বিভিন্ন সরকারি প্রকল্পে যুক্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন

প্রধানমন্ত্রী রাজ্যজুড়ে ৩ কোটি ৫৭ লক্ষ সুবিধাভোগীর হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেওয়ার কর্মসূচীর সূচনা করবেন

প্রধানমন্ত্রী গন্ডোয়ানার ষোড়শ শতকের সাহসী রাণী দুর্গাবতীকে শ্রদ্ধা জানাবেন

Posted On: 30 JUN 2023 2:05PM by PIB Kolkata

নতুন দিল্লি ৩০শে জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা জুলাই মধ্যপ্রদেশ সফর করবেন।


বিকেল ৩টে ৩০ মিনিটে শ্রী মোদী শাহদোল জেলায় যাবেন। তিনি সেখান থেকে জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের সূচনা করবেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিকেল সেলের জিন সংক্রান্ত তথ্য সম্বলিত কার্ড সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।


    দেশে সিকেল সেলের কারণে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে, তার সমাধানই এই মিশনের মূল লক্ষ্য।     বিশেষ করে আদিবাসী সম্প্রদায় এই সমস্যার সম্মুখীন। ২০৪৭ সালের মধ্যে দেশ থেকে সিকেল সেলকে নির্মূল করতে সরকারের উদ্যোগের অঙ্গ হিসেবে জাতীয় স্তরের এই মিশনের সূত্রপাত। এবছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড- ১৭ টি রাজ্যের ২৭৮ টি জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। 


    প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে ৩ কোটি ৫৭ লক্ষ সুবিধাভোগীর হাতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড তুলে দেওয়ার কর্মসূচীর সূচনা করবেন। রাজ্যজুড়ে পুরসভা, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে এই কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে সকল সুবিধাভোগীর কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে এই উদ্যোগ। 


    প্রধানমন্ত্রী অনুষ্ঠানে গন্ডোয়ানার ষোড়শ শতকের সাহসী রাণী দুর্গাবতীকে শ্রদ্ধা জানাবেন। একজন সাহসী অকুতোভয় যোদ্ধা হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন, যিনি মুঘলদের বিরুদ্ধে রাজ্যের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ করেছেন। 


    প্রধানমন্ত্রী বিকেল ৫ টায় শাহদোল জেলায় পাকাড়িয়া গ্রাম সফর করবেন। তিনি আদিবাসী সমাজের নেতৃবৃন্দ, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, ১৯৯৬ সালের পঞ্চায়েত আইন অনুসারে সম্প্রসারিত নির্ধারিত অঞ্চলের নেতৃবৃন্দ এবং গ্রামগুলির ফুটবল ক্লাবের ক্যাপ্টেনদের সঙ্গে মতবিনিময় করবেন। 


CG /CB /SG /


(Release ID: 1936453) Visitor Counter : 148