পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক

পরিসংখ্যান দিবস’ উদযাপিত ২৯ জুন, ২০২৩

বিষয়: সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য নিয়ন্ত্রণে জাতীয় সূচক পরিকাঠামোর সঙ্গে রাজ্য সূচক পরিকাঠামোর সমতা বিন্যাস

Posted On: 29 JUN 2023 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৯ জুন, ২০২৩

 

পরিসংখ্যান এবং অর্থনৈতিক পরিকল্পনার ক্ষেত্রে প্রয়াত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ-এর গুরুত্বপূর্ণ  অবদানকে স্মরণ করতে কেন্দ্রীয় সরকার ২০০৭ সাল থেকে প্রতি বছর ২৯ জুন তাঁর জন্মদিনকে পরিসংখ্যান দিন হিসেবে উদযাপন করে থাকে

 

এ বছর পরিসংখ্যান দিবসে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় নতুন দিল্লির লোধি রোডে স্কোপ কমপ্লেক্সের স্কোপ কনভেনশন সেন্টারে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং পরিকল্পনা ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী রাও ইন্দ্রজিৎ সিং। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ভাষণ দেন। ভারতের জাতীয় পরিসংখ্যান আয়োগের চেয়ারম্যান অধ্যাপক রাজীব লক্ষ্মণ কারান্ডিকর এবং ভারতের মুখ্য পরিসংখ্যানবিদ ডঃ জি পি সামন্ত অনুষ্ঠানে ভাষণ দেন। দপ্তরের বরিষ্ঠ কর্তা এবং এইসব মন্ত্রক ও দপ্তর, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিরাও এতে যোগ দেন। মন্ত্রকের সোস্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। 

 

‘২০২৩-এর বসে লেখো নিবন্ধ প্রতিযোগিতা’য় জয়ীদের অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। 

 

এমওএসপিআই-এ উপ মহানির্দেশক আশুতোষ ওঝা ২০২৩-এর পরিসংখ্যান দিবসের আলোচ্য বিষয়ের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদর্শন করেন। রাষ্ট্রসংঘে ভারতের রেসিডেন্ট কোঅর্ডিনেটর শ্রী শম্বি শার্প, নীতি আয়োগের বরিষ্ঠ পরামর্শদাতা ডঃ যোগেশ সুরি এবং নীতি আয়োগের অধিকর্তা শ্রী রাজেশ গুপ্ত পরিসংখ্যান দিবসের আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন। 

 

সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যসমূহ- জাতীয় সূচক পরিকাঠামো, অগ্রগতি রিপোর্ট ২০২৩ অনুষ্ঠানে প্রকাশ করা হয়। এই রিপোর্টের সঙ্গে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যসমূহ- জাতীয় সূচক পরিকাঠামো ২০২৩-এর ওপর  ঐতিহাসিক তথ্যাবলী  এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যসমূহ- জাতীয় সূচক পরিকাঠামো ২০২৩ প্রকাশ করা হয়। এই রিপোর্টে এক্সেল ফাইলে এমওএসপিআই-এর ওয়েবসাইট থেকে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ডেটা ডাউনলোড করার সংস্থান রয়েছে। 

 

CG/AB/NS



(Release ID: 1936298) Visitor Counter : 114