প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

পিভি নরসীমা রাও-এর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

Posted On: 28 JUN 2023 9:36AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জুন, ২০২৩

 

প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসীমা রাও-এর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেছেন। 

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;

“পিভি নরসীমা রাও জি-কে জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য। ভারতের উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং অঙ্গীকার ছিল উল্লেখযোগ্য। আমাদের দেশের অগ্রগতিতে তাঁর অমূল্য অবদানকে আমরা সম্মান জানাই।”

CG/SS/SKD


(Release ID: 1936007) Visitor Counter : 115