অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিজি যাত্রা অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে

Posted On: 22 JUN 2023 2:55PM by PIB Kolkata

                                                                                                                                                                                         নতুন দিল্লি ২২ জুন ২০২৩
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমানবন্দরে যাত্রীদের নির্ঝঞ্ঝাট ও নিরন্তর পরিষেবা প্রদানের লক্ষ্যে ফেসিয়াল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রযুক্তি ব্যবহারের সাহায্যে বায়োমেট্রিক বোডিং ব্যবস্থাপণার জন্য ডিজি যাত্রা অ্যাপ চালু করেছে । ২০২২ সালের পয়লা ডিসেম্বর এই ব্যবস্থাপণার সূচনা করেন অসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া । নতুন দিল্লি, বেঙ্গালুরু এবং বারানসী-প্রাথমিকভাবে এই তিনটি বিমানবন্দরে ডিজি যাত্রার সূচনা হলেও ২০২৩ সালের এপ্রিলের মধ্যে বিজয়ওয়াড়া, কলকাতা, হায়দ্রাবাদ এবং পুণেতে তা চালু হয় । যারা মোবাইলে ডিজি যাত্রা অ্যাপ ইনস্টল করেছেন, তার সংখ্যা চলতি সপ্তাহে ১০ লক্ষ ছাড়িয়েছে । সূচনা লগ্ন থেকে এখনও পর্যন্ত ১৭ লক্ষ ৪৬ হাজার মানুষ এই অ্যাপের সুবিধালাভ করেছেন । কলকাতা বিমানবন্দরে ২০২৩-এর ২০ জুন পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৩৬১ । বারানসীতে সর্বাধিক যাত্রী এই সুবিধা ব্যবহার করেছেন । এরপর রয়েছে বিজয়ওয়াড়া ।
CG/SS/CS…. 22-06-2023………(165)


(Release ID: 1934557) Visitor Counter : 120