প্রধানমন্ত্রীরদপ্তর
নবম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৩ – এ প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
21 JUN 2023 11:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুন, ২০২৩
মাননীয় রাষ্ট্রসংঘের সাধারণ সভার সভাপতি শ্রী সাবা কোরোসি।
মাননীয়া রাষ্ট্রসংঘের সহ-মহাসচিব আমিনা মহম্মদ।
মাননীয় নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস্ এবং
সারা বিশ্বে আমার বন্ধুগণ।
নমস্কার!
বন্ধুগণ,
এই সুন্দর সকালে আমরা সকলে সমবেত হয়েছি রাষ্ট্রসংঘে।
সমগ্র মানবসমাজের মিলনস্থলে! এই সুন্দর নিউ ইয়র্ক শহরে! আমি জানি যে, আপনাদের অনেকেই বহু দূর থেকে এসেছেন। আপনাদের অনেককেই উঠতে হয়েছে সূর্যোদয়ের আগে, এখানে আসার জন্য।
আমি আপনাদের সকলকে দেখে অত্যন্ত আনন্দিত এবং এখানে আসার জন্য আপনাদের ধন্যবাদ জানাই!
বন্ধুগণ,
আমাকে জানানো হয়েছে যে, এখানে প্রায় সব দেশেরই প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আর আমাদের এই একসঙ্গে হওয়ার মূলে আছে যোগা!
যোগার অর্থ একতা। তাই, আপনাদের এই যে একসঙ্গে আসা – এটাই যোগার আরও একটি ধরন। আমার মনে আছে, ন’বছর আগে ঠিক এখানে রাষ্ট্রসংঘে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তাব দেওয়ার সুযোগ পেয়েছিলাম।
দেখে খুশি হয়েছিলাম যে, সমগ্র বিশ্ব তখন একযোগে এই ভাবনাকে সমর্থন জানিয়েছিল। আমি রাষ্ট্রসংঘের সাহসী শান্তি রক্ষীদের সম্মান জানিয়েছি। ২০১৫’য় তাঁদের স্মৃতিতে রাষ্ট্রসংঘে একটি নতুন স্মারক গড়ার আহ্বান জানিয়েছিলাম।
এবং গত সপ্তাহে সমগ্র বিশ্ব ভারতের সঙ্গে হাত মিলিয়ে এর বাস্তব রূপ দেয়। শান্তি রক্ষী বাহিনীতে বৃহত্তর অংশগ্রহণকারী দেশ হিসেবে আমরা কৃতজ্ঞ সকল দেশের কাছে এই মহান উদ্দেশ্যকে সমর্থন করার জন্য।
গত বছর সমগ্র বিশ্ব ২০২৩’কে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে উদযাপন করার ভারতের প্রস্তাবে সমর্থন জানিয়েছিল। মিলেট সুপার ফুড। এটি স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের জন্যও উপকারী। আজ এটা দেখে চমৎকৃত হচ্ছি যে, সমগ্র বিশ্ব সমবেত হয়েছে আবার যোগার জন্য।
বন্ধুগণ,
যোগা এসেছে ভারত থেকে। এটি খুবই প্রাচীন ঐতিহ্য। কিন্তু, সব ভারতীয় প্রাচীন ঐতিহ্যের মতোই এটি আজও বর্তমান ও প্রাণবন্ত। যোগার কোনও কপিরাইট নেই, পেটেন্ট নেই এমনকি রয়্যালটিও দিতে হয় না। যোগা সব বয়সের সবধরনের মানুষের জন্যই উপযুক্ত। যোগা যেখানে সেখানে করা যায়। বাড়িতে, কর্মক্ষেত্রে বা কোথাও যাতায়াত করার সময়।
যোগা খুব নমনীয়। আপনি একাও করতে পারেন আবার দলবদ্ধভাবেও করতে পারেন। গুরুর কাছে শিখতে পারেন অথবা নিজে নিজেও শিখতে পারেন। যোগা সকলকে এক করে দেয়। এটা সকলের জন্য। সব জাতি, সব বিশ্বাস এবং সব সংস্কৃতির জন্য। যোগা প্রকৃতপক্ষে সর্বজনীন।
বন্ধুগণ,
যখন আমরা যোগা করি, তখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবে শান্ত থাকি এবং ভাবাবেগে পূর্ণ থাকি। এটা শুধুই মাদুরের উপর শুয়ে ব্যায়াম করা নয়, যোগা জীবনের একটি পথ। স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি আদর্শ উপায়। ভাবনা ও কাজে মনঃসংযোগের উপায়। নিজের সঙ্গে, অপরের সঙ্গে এবং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি রেখে জীবনযাপন। আমি খুশি যে, আপনাদের অনেকেই যোগার বিভিন্ন দিক সম্পর্কে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করতে উদ্যোগী। নিশ্চিতভাবেই এটা একটা রাস্তা।
বন্ধুগণ,
আমি জানি যে, আপনারা শুরু করার জন্য ব্যাকুল। আমিও তাই। আমি রাষ্ট্রসংঘকে ধন্যবাদ জানাতে চাই যে, আজ এই ব্যবস্থা করার জন্য। আমি মেয়র এবং এই শহরের কাছে কৃতজ্ঞ যে, এই অনুষ্ঠানকে সফল করতে তাঁদের সবরকম সাহায্যের জন্য। বিশেষ করে, আমি আপনাদের আরও একবার ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আসুন, আমরা যোগার শক্তিকে শুধুমাত্র স্বাস্থ্যবান ও সুখী হওয়ার জন্য ব্যবহার না করে আমাদের একে অপরের প্রতি দয়ালু হয়ে ওঠার জন্য ব্যবহার করি।
আসুন, আমরা যোগার শক্তিকে বন্ধুত্বের সেতু হিসেবে শান্তিপূর্ণ বিশ্ব এবং স্বচ্ছ, সবুজ ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ গড়ে তুলতে ব্যবহার করি। আসুন, আমরা হাতে হাত মিলিয়ে ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ – এর লক্ষ্য অর্জন করি। আমি একটি শুভেচ্ছা দিয়ে শেষ করছি।
সর্বে ভবন্তু সুখীনঃ
সর্বে সন্তু নিরাময়ঃ
সকলেই খুশি থাকুন, সকলেই স্বাস্থ্যবান থাকুন!
ধন্যবাদ!
অনেক অনেক ধন্যবাদ।
CG/AP/SB……22_JUNE_2023...…(549)
(Release ID: 1934437)
Visitor Counter : 144
Read this release in:
Malayalam
,
Hindi
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Tamil