স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন

যোগ বর্তমানে আন্তর্জাতিক স্তরে একটি গণ-আন্দোলনে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

Posted On: 21 JUN 2023 10:02AM by PIB Kolkata

                                                                                                                                                                                         নয়াদিল্লি, ২১ জুন, ২০২৩
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “যোগ বর্তমানে আন্তর্জাতিক স্তরে একটি গণ-আন্দোলনে পরিণত হয়েছে। ‘বসুধৈব কুটুম্বকম’ – ভাবনায় যোগ বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলেছে, এই ভাবনা অনুসরণ করে ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ চিন্তাধারায় জি-২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব পালন করছে ভারত।”

নতুন দিল্লির এইমস-এ নবম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য। মন্ত্রী বলেন, “প্রাচীনকাল থেকেই ভারতে যোগ ব্যায়াম চর্চা হয়ে এসেছে। তবে পরে যোগচর্চা ক্রমশ হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যোগ ব্যায়ামের ওপর গুরুত্ব দেওয়ায় আজ বিশ্বের সর্বত্র যোগচর্চা হচ্ছে। যোগ ভারতের সফট পাওয়ার বা পেলব শক্তি হয়ে উঠেছে।”

দৈনন্দিন জীবনে যোগ-এর উপযোগিতার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, “যোগ আমাদের মনকে শান্ত করে এবং শরীরে শক্তি যোগায়। আমরা যখনই স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে কথা বলি, তখনই যোগ-এর কথা প্রথম মনে পড়ে।যোগাভ্যাস আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।” আজ যোগ-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। “কোভিড পরবর্তী সময়ে মানুষ তাঁদের স্বাস্থ্য ও সুস্থতার বিষয়ে আরও সচেতন হয়ে উঠেছে। এই কারণে যোগ-এর প্রাসঙ্গিকতা ও জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।”

অনুষ্ঠান শুরুর আগে ডা. মাণ্ডব্য ‘এইমস গো গ্রিন ইনিশিয়েটিভ’-এ অংশগ্রহণ করেন। এই উদ্যোগে যোগ দিবসে সাইকেল চালানো হয়। তিনি বিশ্বজুড়ে যোগকে পরিচিত করানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী মাণ্ডব্য সকলকে নিয়মিত যোগাভ্যাসের পাশাপাশি অন্যকেও যোগ ব্যায়াম করতে উৎসাহিত করার পরামর্শ দেন। এই অনুষ্ঠানটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=Z201HxCOA5Y

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী সুধাংশু পন্থ, যুগ্ম সচিব শ্রী রঞ্জন মাঝি, নতুন দিল্লির এইমস-এর নির্দেশক অধ্যাপক এম শ্রীনিবাস সহ স্বাস্থ্য মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CG/CB/DM/….



(Release ID: 1934376) Visitor Counter : 86