উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৩ –এর প্রধান অতিথি হবেন উপরাষ্ট্রপতি
মধ্যপ্রদেশের জবলপুরে সমবেত যোগ প্রদর্শনের নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি
Posted On:
19 JUN 2023 4:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ জুন, ২০২৩
আগামী ২১ জুন, ২০২৩ জবলপুরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সমাবেশে বক্তব্য রাখার পর তিনি সমবেত যোগ প্রদর্শনের নেতৃত্ব দেবেন। এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা হল “‘বসুধৈব কুটুম্বকম’-এর জন্য যোগ”।
২০১৪ সালে গৃহীত প্রস্তাবের মাধ্যমে রাষ্ট্রসঙ্ঘ ২১ জুন, তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের এটি নবম বর্ষ। এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে যোগ দিবসের বিশ্বব্যাপী উদযাপনের নেতৃত্ব দেবেন। ভারতে এর নেতৃত্বের দায়িত্বে থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
শ্রী ধনখড়, তাঁর স্ত্রী ডঃ সুদেশ ধনখড়ের সঙ্গে আগামীকাল ২০ জুন, জবলপুর পৌঁছবেন। সেখানে গোয়ারি ঘাটে নর্মদা আরতিতে যোগ দেবেন তাঁরা।
মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান, কেন্দ্রীয় আয়ুষ এবং বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে।
CG/SD/SKD
(Release ID: 1933545)
Visitor Counter : 157