প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Posted On: 18 JUN 2023 4:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ জুন ,২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্লিনে শুরু হওয়া স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেমস্ প্রতিযোগিতায় ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন ।  

এক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“বার্লিনে শুরু হয়েছে স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড গেসমস্ প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের শুভেচ্ছা জানাই । ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের জন্য আমরা গর্বিত । তাদের অধ্যাবসায় এবং প্রাণবন্ত মানসিকতা বিকশিত হোক ।”
CG/CB/NR…………………


(Release ID: 1933355) Visitor Counter : 106