প্রধানমন্ত্রীরদপ্তর

আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Posted On: 16 JUN 2023 12:25PM by PIB Kolkata

                                                                                                                                                            নতুনদিল্লি, ১৬ জুন ২০২৩
আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ উদযাপনে অংশ নেবেন ।
  রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসির এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :
“রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে আপনাকে দেখার জন্য উন্মুখ । আপনার অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলবে ।
যোগ ব্যায়াম সুস্বাস্থ্য এবং সুস্থতার দিক থেকে বিশ্বকে একত্রিত করে । এটি বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়ে উঠুক । “
CG/SS/CS….



(Release ID: 1932896) Visitor Counter : 138