প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মা ও নবজাতকের সুস্বাস্থ্যের জন্য সরকার নিরন্তর কাজ করে চলেছে : প্রধানমন্ত্রী

Posted On: 09 JUN 2023 8:10PM by PIB Kolkata

                                                                                                                                                            নয়াদিল্লি, ০৯ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিরাপদ মাতৃত্ব এবং মা ও নবজাতকের সুস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়েছেন।
সাংসদ শ্রীমতী রেখা ভার্মা এক ট্যুইট বার্তায় তৃণমূল স্তরে এ সংক্রান্ত উদ্যোগের কথা জানান। তাঁর ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “অত্যন্ত আনন্দের খবর! দেশে মা ও শিশুদের স্বাস্থ্যের দিকে নজর রাখার বিষয়ে আমাদের সরকার নিরন্তর কাজ করে চলেছে। এর সুফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক”।

CG/CB/SB……


(Release ID: 1932647) Visitor Counter : 108