প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২৯শে মে আসামের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসকে আসাম থেকে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করাবেন

বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দূরত্ব ৫ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করবে, বর্তমানে এই পথে সবচেয়ে দ্রুতগতির ট্রেনের এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে ৬ ঘন্টা ৩০ মিনিট

Posted On: 28 MAY 2023 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে, ২০২৩

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এই অঞ্চলের জনগণকে দ্রুতগতিতে ও আরামদায়ক যাত্রার সুবিধা প্রদান করবে। এর ফলে, এই অঞ্চলের পর্যটন ক্ষেত্র উজ্জীবিত হবে। এই ট্রেন গুয়াহাটির সঙ্গে নিউ জলপাইগুড়ির সংযোগ স্থাপন করবে এবং বর্তমানে এই দুই স্থানের মধ্যে যাতায়াতের সবচেয়ে দ্রুতগতির ট্রেনটি থেকে ১ ঘন্টা কম সময়ে একই পথ অতিক্রম করবে। বন্দে ভারত গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব ৫ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করবে। অন্যদিকে, বর্তমানে সবচেয়ে দ্রুতগতির ট্রেনটি এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় ৬ ঘন্টা   ৩০ মিনিট।

প্রধানমন্ত্রী নতুন বৈদ্যুতিকীকরণ করা ১৮২ রুট কিলোমিটার শাখাও উৎসর্গ করবেন। এর ফলে দ্রুতগতির ট্রেনগুলির ক্ষেত্রে দূষণমুক্ত পরিবহণ সম্ভব হবে। এর ফলে, বৈদ্যুতিকীকরণ হওয়া শাখায় চলা ট্রেনগুলির মেঘালয়ে প্রবেশের দরজাও খুলে যাবে।

প্রধানমন্ত্রী আসামের লামডিং-এ নবনির্মিত ডেমু / মেমু শেডও উদ্বোধন করবেন। এই নতুন সুবিধাগুলি এই অঞ্চলের ডেমু রেকগুলির রক্ষণাবেক্ষণে সহায়ক হবে। এর ফলে পরিচালন ক্ষমতা বৃদ্ধি পাবে।

CG/PM/DM/


(Release ID: 1928995) Visitor Counter : 120