প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ মে তৃতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস-এর সূচনা করবেন
এই ক্রীড়া সমারোহে ২১টি বিভাগে যোগ দিচ্ছেন ৪৭৫০ জন প্রতিযোগী
Posted On:
24 MAY 2023 3:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মে, ২০২৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ মে সন্ধ্যে ৭টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস-এর সূচনা করবেন।
দেশে ক্রীড়া সংস্কৃতির বিস্তার প্রধানমন্ত্রী অন্যতম অগ্রাধিকার। সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের ক্রীড়া বাস্তুতন্ত্রকে জোরদার করতে চায় সরকার। এই লক্ষ্যেই খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস-এর আয়োজন।
উত্তরপ্রদেশে তৃতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস চলবে তেশরা জুন পর্যন্ত। বারাণসী, গোরক্ষপুর, লক্ষ্ণৌ এবং গৌতমবুদ্ধ নগরে হয়েছে এই প্রতিযোগিতার আয়োজন। ২১টি বিভাগে ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ৪৭৫০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়।
এই গেমস-এর মাসকট হল জিতু- যা উত্তরপ্রদেশের রাজ্যপ্রাণী বারসিংহা-র প্রতীক।
CG/AC/NS
(Release ID: 1927273)
Visitor Counter : 111
Read this release in:
Punjabi
,
Kannada
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam