স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সভায় ভাষণ দিয়েছেন
Posted On:
24 MAY 2023 11:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মে, ২০২৩
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডব্য বিশ্ব স্বাস্থ্য সভার ৭৬তম অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মহানির্দেশক ডঃ তেদ্রোস এবং নানা দেশের স্বাস্থ্যমন্ত্রীদের উপস্থিতিতে ‘সকলের জন্য স্বাস্থ্য’ বিষয়ক অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।
জি-২০-র সভাপতিত্বকালে স্বাস্থ্যের জরুরি প্রস্তুতি, চিকিৎসা ব্যবস্থার সুযোগ এবং ডিজিটাল স্বাস্থ্য নিয়ে ভারতের অগ্রাধিকারের কথা জানিয়ে ডঃ মাণ্ডব্য বলেন, “কোভিড-১৯ অতিমারীর অভূতপূর্ব পরিস্থিতি বিশ্বে একযোগে মোকাবিলা করার শক্তি যুগিয়েছে যাতে ভবিষ্যতে যে কোনও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার মোকাবিলার প্রস্তুতি তৈরি হয়।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গ্লোবাল মেডিকেল কাউন্টার মেজার্স প্ল্যাটফর্মের প্রস্তাব রাখেন যেখানে ডিজিটাল স্বাস্থ্যের জন্য আন্তর্জাতিক উদ্যোগ এবং আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে উৎপাদন এবং গবেষণার কাজ ছড়িয়ে দেওয়া যায়। আরও ব্যাখ্যা করে তিনি বলেন, “গ্লোবাল মেডিকেল কাউন্টার মেজার্স প্ল্যাটফর্মের লক্ষ্য সকল দেশের কাছে সুরক্ষিত উচ্চমানের সুলভ চিকিৎসা পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া।”
ডিজিটাল বিশ্বের বৈষম্য দূরীকরণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডঃ মাণ্ডব্য আরও বলেন, “ডিজিটাল স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ বিশ্বে ডিজিটাল উপকরণের গণতন্ত্রীকরণের জন্য ডিজিটাল পাবলিক গুডস-এর বিষয়ে সচেতনতা গড়ে তুলবে বিশেষ করে, নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে।” তিনি বলেন, “ডিজিটাল স্বাস্থ্য বিষয়ে আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য প্রাতিষ্ঠানিক পরিকাঠামো হিসেবে কাজ করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল সমাধানের জন্য একটি উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা।” ডঃ মাণ্ডব্য স্বাস্থ্য প্রযুক্তিতে উদ্ভাবন এবং লগ্নির উদাহরণ হিসেবে ‘Ni-kshay’ প্ল্যাটফর্মের উদাহরণও তুলে ধরেন। তিনি যক্ষ্মা দূরীকরণে নিজস্ব গাণিতিক মডেল ব্যবহারের পাশাপাশি রোগীদের বিশেষভাবে পরিচর্যা করার বিষয়ে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন।
‘সকলের জন্য স্বাস্থ্য’কে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা করে ডঃ মাণ্ডব্য বলেন, “এই থিম জি-২০ সভাপতিত্বকালে ভারতের ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ নীতির অনুরণন। এর পাশাপাশি, ‘অন্ত্যোদয়’-এর অর্থ শেষ মানুষ পর্যন্ত পৌঁছনো।” বিশ্বে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, যদিও অতিমারী আমাদের স্বাস্থ্য পরিষেবার ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে, কিন্তু ‘সকলের জন্য স্বাস্থ্য’কে বাস্তবে পরিণত করতে গতি ও কাজ বজায় রাখা জরুরি এবং আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যকর ভবিষ্যতও সুনিশ্চিত করা জরুরি।
ডঃ মাণ্ডব্য প্রদত্ত ভাষণ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন -
https://www.youtube.com/watch?v=gdjySw1_IAo
https://www.youtube.com/watch?v=52lYgc326eg
ডঃ মাণ্ডব্য-র ভাষণের ট্যুইটার লিঙ্ক :
https://twitter.com/mansukhmandviya/status/1660995459945750529
https://twitter.com/mansukhmandviya/status/1661027076533813249
https://twitter.com/mansukhmandviya/status/1661034966736830467
PG/AP/DM/
(Release ID: 1927180)
Visitor Counter : 464