প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকার ভারতের প্রধানমন্ত্রীর

Posted On: 20 MAY 2023 12:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০২৩


হিরোসিমায় জি-৭ শীর্ষ বৈঠকের একান্ত অবসরে কোরিয়া সাধারণতন্ত্রের প্রেসিডেন্ট মিঃ ইয়ূন সুক ইয়েল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত ও কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন তাঁরা। দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও জোরদার করে তোলা যায়, সে সম্পর্কেও দুই নেতার মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষত, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নত প্রযুক্তি, তথ্যপ্রযুক্তির হার্ডওয়্যার উৎপাদন, ডিফেন্স, সেমি-কন্ডাক্টর্স এবং সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে কিভাবে আরও প্রসারিত করা সম্ভব, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয় তাঁদের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের এটি হল ৫০তম বার্ষিকী। এই বিষয়টিকে মনে রেখে দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তোলার বিষয়ে সহমত পোষণ করেন।

জি-২০-র মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রেসিডেন্ট ইয়ূন সুক ইয়েল। এক্ষেত্রে ভারতের প্রচেষ্টাকে আন্তরিকভাবে সমর্থন জানানোর প্রতিশ্রুতিও দেন তিনি। এ বছর সেপ্টেম্বর মাসে জি-২০ নেতৃবৃন্দের শীর্ষ বৈঠককালে প্রেসিডেন্ট ইয়ূন-এর ভারত সফরে তিনি বিশেষভাবে আগ্রহী বলে জানান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে ভারতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য কোরিয়া সাধারণতন্ত্রের প্রচেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী।

আঞ্চলিক ক্ষেত্রের বিভিন্ন উন্নয়ন নিয়েও মতবিনিময় ঘটে দুই বিশ্ব নেতার মধ্যে।

 


PG/SKD/DM/


(Release ID: 1926394) Visitor Counter : 132