কেন্দ্রীয়মন্ত্রিসভা

আইটি হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম- ২.০’এ অনুমোদন মন্ত্রিসভার

Posted On: 17 MAY 2023 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মে, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আইটি হার্ডওয়্যারের ক্ষেত্রে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম- ২.০’এ অনুমোদন দেওয়া হয়েছে, যার বাজেট বরাদ্দ হল ১৭০০০ কোটি টাকা।

বিষয়বস্তু :

  • গত ৮ বছরে ভারতে সিএজিআর-এ ১৭ শতাংশ বৃদ্ধি সহ ইলেক্ট্রনিক্স উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে এই উৎপাদন ১০৫ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ লক্ষ কোটি টাকা) ছাড়িয়েছে।
  • বিশ্বে মোবাইল উৎপাদনে ভারত এখন দ্বিতীয় বৃহত্তম দেশ। মোবাইলের রপ্তানী এই বছরে ১১ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯০ হাজার কোটি টাকা) ছাড়িয়ে গেছে।
  • গ্লোবাল ইলেক্ট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকো সিস্টেম ভারতে আসছে এবং ভারত প্রধান ইলেক্ট্রনিক্স উৎপাদনকারী দেশ হিসেবে উঠে আসছে।

উল্লেখযোগ্য দিকসমূহ :

  • পিএলআই স্কিমে বাজার বরাদ্দ হল ১৭০০০ কোটি টাকা।
  • এই প্রকল্পের সময়সীমা হল ৬ বছর।
  • আনুমানিক উৎপাদন বৃদ্ধি ধরা হয়েছে ৩.৩৫ লক্ষ কোটি টাকা।
  • বিনিয়োগ ধরা হয়েছে প্রায় ২৪৩০ কোটি টাকা।
  • সরাসরি কর্মসংস্থান ধরা হয়েছে ৭৫০০০।  

 

PG/MP/NS



(Release ID: 1925043) Visitor Counter : 119