প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী কেরলে তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে তিরুবনন্তপুরম এবং কাসারগোড়-এর মধ্যে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন
प्रविष्टि तिथि:
25 APR 2023 2:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে তিরুবনন্তপুরম এবং কাসারগোড়-এর মধ্যে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরম-কাসারগোড় বন্দে ভারত এক্সপ্রেসটি পরিদর্শন করেন। কথা বলেন, শিশুদের পাশাপাশি ট্রেনের কর্মীদের সঙ্গেও।
ট্রেনটি তিরুবনন্তপুরম, কল্লাম, কোট্টায়াম, এর্ণাকুলাম, ত্রিশুর, পালাক্কাড়, পাথানামথিট্টা, মালাপ্পুরম, কোজিকোড়, কান্নুর এবং কাসারগোড় – এই ১১টি জেলা ছোঁবে।
প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :
“কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলাম। এতে তিরুবনন্তপুরম থেকে কাসারগোড়ের যোগাযোগ বৃদ্ধি পাবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কেরলের রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান, মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়ন এবং রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
PG/AP/DM/
(रिलीज़ आईडी: 1920305)
आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam