স্বরাষ্ট্র মন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যুগান্তকারী সিদ্ধান্ত, হিন্দি ও ইংরেজি ছাড়া আরও ১৩টি আঞ্চলিক ভাষায় সিএপিএফ – এর কন্সটেবল (জেনারেল ডিউটি) পরীক্ষা পরিচালনায় অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রক
প্রশ্নপত্রটি হিন্দি ও ইংরেজি ছাড়াও অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি ভাষায় করা হবে
प्रविष्टि तिथि:
15 APR 2023 11:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি যুগান্তকারী সিদ্ধান্তে, স্বরাষ্ট্র মন্ত্রক হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) জন্য কনস্টেবল (সাধারণ দায়িত্ব) পরীক্ষা পরিচালনার অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিএপিএফ - এ স্থানীয় যুবকদের অংশগ্রহণে উৎসাহ দিতে এবং আঞ্চলিক ভাষাকে উৎসাহিত করতে এই উদ্যোগ।
হিন্দি ও ইংরেজি ছাড়াও অসমীয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি এবং কোঙ্কনি - এই ১৩টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে।
কনস্টেবল জিডি হল স্টাফ সিলেকশন কমিশন পরিচালিত ফ্ল্যাগশিপ পরীক্ষাগুলির মধ্যে একটি, যেটাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ প্রার্থী অংশগ্রহণ করেন। পয়লা জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে হিন্দি এবং ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে।
PG/MP/SB
(रिलीज़ आईडी: 1916894)
आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam