স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোভিড-১৯ এর ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা এবং টিকাকরণ নিয়ে রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন ডাঃ মনসুখ মান্ডব্য

Posted On: 07 APR 2023 2:47PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২৩

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মানসুখ মান্ডব্য আজ ভার্চ্যুয়াল পদ্ধতিতে রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রী এবং প্রধান সচিব বা অতিরিক্ত মুখ্য সচিবদের সঙ্গে বৈঠকে করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ারও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ডাঃ মান্ডব্য বলেন, অতীতে কোভিড-১৯ সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার সময় যেভাবে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করেছে, এখন আবার সেই একই মনোভাব নিয়ে কাজ করতে হবে। বৈঠকে জনস্বাস্থ্য, কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং কিছু কিছু রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে টিকাকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়। মন্ত্রী রাজ্যগুলির স্বাস্থ্য মন্ত্রীদের ১০ ও ১১ এপ্রিল হাসপাতালের পরিকাঠামো যথাযথ রয়েছে কিনা, তা দেখার জন্য পরামর্শ দিয়েছেন। যেসব রাজ্যে আইএলআই অথবা এসএআরআই – এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেই রাজ্যে কোভিড – ১৯ এবং ইনফ্লুয়েঞ্জার নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সংক্রমিত ব্যক্তিদের কোভিড জিন বিন্যাস নির্ধারণের উপরও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে জানানো হয়েছে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় হারের তুলনায় কম হারে প্রতি ১০ লক্ষ জনপিছু নমুনা পরীক্ষা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যগুলিকে নমুনা পরীক্ষা, সংক্রমিত ব্যক্তিকে শনাক্তকরণ, চিকিৎসা, টিকাকরণ এবং কোভিড বিধি যথাযথভাবে মেনে চলা হচ্ছে কিনা, তা দেখার জন্য পরামর্শ দেওয়া হয়। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে।  

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে যে, দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ১৭ মার্চ শেষ হওয়া সপ্তাহে গড়পরতা দৈনিক সংক্রমণ ছিল ৫৭১। ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪,১৮৮। ৭ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে সাপ্তাহিক সংক্রমণের হার ৩.০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের XBB.1.5 সহ আরও ৬টি ভ্যারিয়েন্টের সংক্রমণ পর্যালোচনা করছে। ওমিক্রণ সহ কোভিডের বেশ কয়েকটি ভ্যারিয়েন্টের সংক্রমণ খুব বেশি না হলেও XBB.1.16 – এর সংক্রমণ ফেব্রুয়ারি মাসে ২১.৬ শতাংশ ছিল। মার্চ মাসে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৫.৮ শতাংশ। তবে, সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যু হার বৃদ্ধি পায়নি। ভারতে কোভিডের প্রাথমিক টিকাকরণ ৯০ শতাংশ হলেও সতর্কতামূলক ডোজ নেওয়ার হার যথেষ্টই কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বয়স্ক এবং জটিল অসুখে আক্রান্ত নাগরিক সহ সকলে যাতে এই টিকা নেন, রাজ্যগুলিকে তার জন্য উদ্যোগী হতে আহ্বান জানিয়েছে।

দেশে কেরল, মহারাষ্ট্র ও দিল্লি সহ ৮টি রাজ্যে ১০ বা তার বেশি জেলায় সংক্রমণের হার ১০ শতাংশেরও বেশি। কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, হিমাচল প্রদেশ, তামিলনাডু এবং হরিয়ানায় ৫টিরও বেশি জেলায় ৫ শতাংশের বেশি হারে সংক্রমণ বাড়ছে। ডাঃ মান্ডব্য কোভিড প্রতিরোধী বিধিনিয়মগুলি যথাযথভাবে মেনে চলার উপর গুরুত্ব দেন। 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে কোভিড পরিস্থিতির বিষয়ে জানানো হয়েছে। দ্রুত শনাক্তকরণ, সংক্রমিত ব্যক্তিকে আলাদা জায়গায় রাখা এবং নমুনা পরীক্ষা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটকের সংখ্যা বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যগুলিকে নজরদারি বৃদ্ধির উপর গুরুত্ব দিতে বলেছেন। যথাযথ সময়ে পর্যালোচনা বৈঠকের আয়োজন করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে ধন্যবাদ জানিয়েছে।  

 

PG/CB/SB


(Release ID: 1914746) Visitor Counter : 171