সংখ্যালঘুবিষয়কমন্ত্রক

পুরুষ সঙ্গী ছাড়াই মহিলা হজ যাত্রীর সংখ্যা এ বছর এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ

হজযাত্রাকে সুলভ, স্বচ্ছন্দ ও আরামদায়ক করে তুলতে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের

Posted On: 03 APR 2023 4:44PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ৩ এপ্রিল, ২০২৩


এ বছর হজযাত্রাকে আরও স্বচ্ছন্দ, আরামদায়ক এবং সুলভ করে তুলতে কয়েকটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। হজ যাত্রীদের সঠিকভাবে নির্বাচনের জন্য সমগ্র প্রক্রিয়াটিকে স্বচ্ছ, দক্ষ এবং নিরপেক্ষ করে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়। হজ যাত্রীদের বেছে নেওয়ার উদ্দেশ্যে সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয় অনলাইন ব্যবস্থায়। এবার হজযাত্রার জন্য মোট ১ লক্ষ ৮৪ হাজারটি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১৪,৯৩৫ জনের হজযাত্রার বিষয়টিতে ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এঁদের মধ্যে সত্তরোর্ধ যাত্রীর সংখ্যা ১০,৬২১ জন। অন্যদিকে, কোনও পুরুষ সঙ্গী ছাড়াই হজযাত্রার অনুমতি দেওয়া হয়েছে ৪,৩১৪ জন মহিলাকে। কোনও পুরুষ সঙ্গী ছাড়া হজযাত্রার ক্ষেত্রে মহিলাদের এই সংখ্যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে।


হজযাত্রার জন্য যে আবেদনগুলি জমা পড়ে তা অনলাইন র‍্যান্ডোমাইজড ডিজিটাল সিলেকশন (ওআরডিএস) প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত করা হয়। এ ব্যাপারে কোনরকম হস্তক্ষেপকে আমল দেওয়া হয়নি। নির্বাচিত এবং অপেক্ষমান আবেদনকারীদের একটি তালিকাও সরকারি পোর্টালে তুলে করা হয়েছে। নির্বাচিত যাত্রীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে তাঁদের হজযাত্রায় অনুমতিদানের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে এসএমএস পাঠানো হয়েছে অপেক্ষমান যাত্রীদের কাছেও।


হজ যাত্রীদের বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত ব্যাপারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর সঙ্গে বিশেষ ব্যবস্থাক্রমে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। যাত্রীরা গন্তব্যে পৌঁছনোর পর এসবিআই-এর স্টলগুলিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যম তাঁদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারবেন।

PG/SKD/DM



(Release ID: 1913392) Visitor Counter : 120