প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়নের মহাসচিব দরিন বোগদান-মার্টিন’এর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Posted On: 24 MAR 2023 8:28AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪  মার্চ, ২০২৩

আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়নের মহাসচিব দরিন বোগদান-মার্টিন’এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। উন্নত এবং সুস্থায়ী ধরিত্রীর জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

শ্রীমতী দরিন বোগদান-মার্টিন’এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;

“@ITUSecGen দরিন বোগদান-মার্টিন’এর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় খুশি। উন্নত এবং সুস্থায়ী ধরিত্রীর জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে।”

PG/AB/NS


(Release ID: 1910317) Visitor Counter : 124