প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী কোহিমায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন

Posted On: 07 MAR 2023 8:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী শ্রী নেইফিউ রিও এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেন, “শ্রী @Neiphiu_Rioজী এবং তাঁর মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে গঠিত এই দল নাগাল্যান্ডে সুপ্রশাসনের ধারাকে অব্যাহত রাখবে এবং জনসাধারণের আশা-আকাঙ্খা পূরণ করবে বলে আমি আশাবাদী। তাঁদের সকলকে আমার শুভেচ্ছা”!

 

PG/CB/SB


(Release ID: 1905659) Visitor Counter : 126