কৃষিমন্ত্রক

কর্ণাটকের বেলাগাভিতে আগামীকাল পিএম-কিষাণ যোজনার আওতায় ৮ কোটির বেশি কৃষককে ত্রয়োদশ কিস্তি প্রদান করবেন প্রধানমন্ত্রী

Posted On: 26 FEB 2023 4:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬  ফেব্রুয়ারি, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের বেলাগাভিতে আগামীকাল পিএম-কিষাণ যোজনার আওতায় ৮ কোটির বেশি কৃষককে ত্রয়োদশ কিস্তি প্রদান করবেন। ২ হাজার টাকা করে প্রত্যেক কৃষককে তিন দফায় এই কিস্তির আওতায় ৬ হাজার টাকা প্রদান করা হবে। সরাসরি ভর্তুকি প্রদানে ব্যয় হবে ১৬ হাজার ৮০০ কোটি টাকা। 

কর্ণাটকের বেলাগাভিতে প্রধানমন্ত্রী ভারতীয় রেলওয়ে এবং জল জীবন মিশনের অন্য কর্মসূচির সঙ্গে এই পিএম-কিষাণ-এর ত্রয়োদশ কিস্তি প্রদান করবেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক উন্নয়ন মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর এবং মন্ত্রকের সচিব শ্রী মনোজ আহুজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যারা সরাসরি এই অনুষ্ঠান দেখতে চান তারা https://lnkd.in/gU9NFpd এবং https://pmindiawebcast.nic.in/ এর মাধ্যমে তা প্রত্যক্ষ করতে পারবেন। 

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ কিস্তি প্রদান করা হয় গত বছর মে এবং অক্টোবর মাসে। ত্রয়োদশ এই কিস্তি যোগানের মাধ্যমে সরকার দেশের কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল। পিএম-কিষাণ প্রকল্প ইতিমধ্যেই দেশের কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করছে। 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি (পিএম-কিষাণ) প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায় ২ হাজার টাকা করে প্রতি কিস্তি হিসেবে সারা বছরে ৬ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। 

জমি রয়েছে এমন সব কৃষক পরিবারই পিএম-কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। 

এখনও পর্যন্ত ১১ কোটির বেশি কৃষক পরিবারকে ২.২৫ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে। কোভিড লকডাউনের সময় কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করার জন্য একাধিক কিস্তিতে ১.৭৫ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়। এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন ৩ কোটির বেশি মহিলা সুবিধাভোগী।

এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কৃষি ক্ষেত্রে বিনিয়োগকে উজ্জীবিত করেছে। কৃষকদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াতেও সক্ষম হয়েছে। আইএফপিআরআই-এর মতে পিএম-কিষাণ তহবিল সুবিধাভোগীদের কৃষি ক্ষেত্রে চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষা, চিকিৎসা পরিষেবা এবং বিবাহের মতো অন্য খরচগুলি পূরণেও সাহায্য করছে। 


PG/PM/NS



(Release ID: 1902644) Visitor Counter : 152