প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এয়ার ইন্ডিয়া-এয়ারবাস চুক্তির সূচনায় ভিডিও কলে যোগাযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ-র সঙ্গে


এই চুক্তি অনুযায়ী এয়ার ইন্ডিয়া এয়ারবাস-এর কাছ থেকে ২৫০টি বিমান কিনবে। এটি ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের শক্তির প্রতিফলন

প্রধানমন্ত্রী ভারতের অসামরিক বিমান পরিবহণের বাজারের বৃদ্ধি ও দ্রুত প্রসার তুলে ধরেছেন যেখানে ভারত এবং সারা বিশ্বের মধ্যে আরও বেশি করে সংযোগ স্থাপনে গতি আসবে

প্রধানমন্ত্রী ভারতে ফরাসি সংস্থাগুলির উপস্থিতিকে অভিনন্দন জানিয়েছেন এবং ফ্রান্সের বিমান ইঞ্জিন প্রস্তুতকারক স্যাফ্রান-এর ভারতে সবচেয়ে বড় কারখানা স্থাপনের সাম্প্রতিক সিদ্ধান্ত স্মরণ করেছেন

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ম্যাক্রঁ-কে ভারত-ফ্রান্স সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন ভারতের জি-২০ প্রেসিডেন্সিকালীন তাঁর সঙ্গে কাজ করার দিকে তিনি তাকিয়ে আছেন

Posted On: 14 FEB 2023 8:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাস-এর মধ্যে চুক্তিকালে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, টাটা সন্স-এর এমিরিটাস চেয়ারম্যান শ্রী রতন টাটা, টাটা সন্স-এর চেয়ারম্যান শ্রী এন চন্দ্রশেখরন, এয়ার ইন্ডিয়ার সিইও শ্রী ক্যাম্পবেল উইলসন এবং এয়ারবাস-এর সিইও শ্রী গুইলম ফৌরি-র সঙ্গে।

এয়ার ইন্ডিয়া এবং এয়ারবাস-এর এই চুক্তির ফলে এয়ার ইন্ডিয়াকে ২৫০টি বিমান বিক্রি করবে এয়ারবাস। এর মধ্যে ২১০টি একক পরিসর বিশিষ্ট এ৩২০ এবং ৪০টি প্রশস্ত এ৩৫০ রয়েছে।

বিমান পরিবহণের এই দুই সংস্থার মধ্যে বাণিজ্যিক চুক্তি ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের শক্তিও প্রদর্শন করছে যে সম্পর্ক এ বছর রজত জয়ন্তী পালন করছে।

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ভারতের অসামরিক পরিবহণ বাজারের দ্রুত প্রসার এবং বৃদ্ধি তুলে ধরেন যেখানে বিশ্বের বাকি অংশের সঙ্গে ভারতের যোগাযোগ আরও বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ভারতে পর্যটন ও বাণিজ্যও বাড়ছে।

ভারতে ফরাসি সংস্থাগুলির উপস্থিতিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী ফরাসি বিমান ইঞ্জিন প্রস্তুতকারক স্যাফ্রান-এর সাম্প্রতিক সিদ্ধান্তের উল্লেখ করেছেন। স্যাফ্রান ভারতে সবচেয়ে বড় কারখানাটি গড়তে চলেছে ভারত এবং আন্তর্জাতিক পরিবহণ সংস্থার জন্য।

প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ম্যাক্রঁ-কে ভারত-ফ্রান্স সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন ভারতের জি-২০ প্রেসিডেন্সিকালীন তাঁর সঙ্গে কাজ করার দিকে তিনি তাকিয়ে আছেন।

 

PG/AP/DM/


(Release ID: 1900016) Visitor Counter : 179