প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নিবিড় সাংস্কৃতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ উদ্যোগ জাফনা সাংস্কৃতিক কেন্দ্র: প্রধানমন্ত্রী
Posted On:
11 FEB 2023 9:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাফনা সাংস্কৃতিক কেন্দ্র উৎসর্গের উদ্যোগটিকে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস বলে বর্ণনা করেছেন। এই অনুষ্ঠানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ২০১৫ সালে এই কেন্দ্রের শিলান্যাস করেন। তিনি সেই সময়ের কিছু ছবি সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“জাফনা সাংস্কৃতিক কেন্দ্র ভারত ও শ্রীলঙ্কার মধ্যে নিবিড় সাংস্কৃতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বহু মানুষ এর ফলে উপকৃত হবেন। এই কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ।
আমি ২০১৫ সালে আমার জাফনা সফরের অভিজ্ঞতা কখনই ভুলতে পারবো না। সেই সময় আমি জাফনা সাংস্কৃতিক কেন্দ্রের শিলান্যাস করেছিলাম। সেই সফরের কিছু মুহূর্ত আমি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি।”
PG/CB/NS
(Release ID: 1899121)
Visitor Counter : 120
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam