প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী এ বছরের পরীক্ষা পে চর্চার জন্য পরামর্শ আহ্বান করেছেন

Posted On: 05 JAN 2023 10:18PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ০৫  জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এ বছরের পরীক্ষা পে চর্চা মতবিনিময় অনুষ্ঠানে পরীক্ষা যোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক-অভিভাবিকা সহ প্রত্যেকের পরামর্শ আহ্বান করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“সমাজের সর্বস্তরের মানুষের থেকে মূল্যবান মতামত পাওয়ায় পরীক্ষা পে চর্চা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এ বছরের #PPC2023  মতবিনিময় অনুষ্ঠানে আমি #ExamWarriors, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকা সহ সকলের কাছ থেকে পরামর্শ আহ্বান করছি। http://innovateindia.mygov.in/ppc-2023/”।

PG/CB/NS


(Release ID: 1889162) Visitor Counter : 109