প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

২০২৩-এর পরীক্ষা পে চর্চা সংক্রান্ত কাজকর্মে অংশ নিতে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Posted On: 30 NOV 2022 4:37PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩০  নভেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৩-এর পরীক্ষা পে চর্চা সংক্রান্ত নানান আকর্ষণীয় কাজকর্মে অংশ নিতে পড়ুয়া, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের পড়ুয়াদের জন্য উদ্বেগ মুক্ত পরিবেশ তৈরিতে যৌথ প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্ব দেন।

শিক্ষা মন্ত্রকের একটি ট্যুইটকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;

“আমি ২০২৩-এর পরীক্ষা পে চর্চা সংক্রান্ত নানান আকর্ষণীয় কাজকর্মে অংশ নিতে সব পরীক্ষা যোদ্ধা, তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের আহ্বান জানাই। চলুন আমাদের পড়ুয়াদের জন্য উদ্বেগ মুক্ত পরিবেশ গড়ে তুলতে সকলে একযোগে কাজ করি। #PPC2023”

PG/PM/NS


(Release ID: 1880075) Visitor Counter : 160