প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১০৬ বছর বয়সী শ্যাম শরণ নেগি-কে অভিনন্দন জানালেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য

Posted On: 02 NOV 2022 10:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২ নভেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০৬ বছর বয়সী শ্যাম শরণ নেগি-র প্রশংসা করলেন ৩৪ বার ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন :

“এটা অভিনন্দনযোগ্য এবং তরুণ ভোটদাতাদের কাছে অনুপ্রেরণাস্বরূপ যাতে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেন।”

 
PG/AP/DM


(Release ID: 1873358) Visitor Counter : 150