প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট অসমীয়া অভিনেতা নিপন গোস্বামীর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 27 OCT 2022 1:20PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৭  অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট অসমীয়া অভিনেতা নিপন গোস্বামীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

“নিপন গোস্বামীর প্রয়াণে আমি মর্মাহত। অসমীয়া চলচ্চিত্র জগতে তাঁর ভূমিকা ছিল বিশেষ। চলচ্চিত্র প্রেমীরা তাঁর নানা ধরনের কাজের মধ্যে দিয়েই তাঁকে মনে রাখবেন। পরিবার পরিজন ও তাঁর অনুগতদের জানাই সমবেদনা। ওম শান্তি: PM @narendramodi।”

PG/PM/NS


(Release ID: 1871229) Visitor Counter : 151