যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছ ভারত ২০২২-এর অঙ্গ হিসেবে ১৯ অক্টোবর চাঁদনি চক থেকে বৃহৎ স্বচ্ছতা কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর

Posted On: 18 OCT 2022 10:54AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ অক্টোবর ২০২২

 

২০২২ সালের স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর ১৯ অক্টোবর দিল্লির চাঁদনি চক থেকে বৃহৎ স্বচ্ছতা অভিযানের সূচনা করবেন। দেশজুড়ে সমস্ত গ্রামে ঐদিন অনুরূপ স্বচ্ছতা অভিযান হাতে নেওয়া হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর এবং তার অধীনস্ত বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই স্বচ্ছ ভারত অভিযানের ডাক দেওয়া হয়েছে। সারা দেশের সমস্ত গ্রামে স্বচ্ছতা অভিযানে জন-অংশগ্রহণকে সুনিশ্চিত করতে চায় এবং কাজের পরিধিকে আরও বেশি বাড়ানোই হচ্ছে এর লক্ষ্য।

‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় যুব বিষয়ক দপ্তর স্বচ্ছ ভারত কর্মসূচি শুরু করে। কেবলমাত্র ১৭ দিন আগেই এক মাসের ব্যবধানে ১ কোটি কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে অনুষ্ঠান শুরু হয়। দেশের সমস্ত জেলার সব শ্রেণীর মানুষ এবং যুবদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আজ পর্যন্ত ৬০ লক্ষ কেজি বর্জ্য সংগৃহীত হয়েছে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বচ্ছতা অভিযানের সূচনা করেন। তারপর থেকে এর নজরকাড়া অগ্রগতি হয়েছে। এই কর্মসূচি শুরুর পর থেকে নতুন নতুন লক্ষ্য এবং দায়বদ্ধতা স্থির করা হয়েছে। স্বচ্ছ ভারত হল যুব-কেন্দ্রিক একটি মডেল। এই কর্মসূচির সফল সম্পাদন এবং জনগণের যোগদানকে সুনিশ্চিত করতে যুব সমাজই কেন্দ্রীয় ভূমিকা নিয়ে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য যদিও গ্রাম, তবুও এতে সমাজের বিভিন্ন অংশ যেমন ধর্মীয় গোষ্ঠী, শিক্ষক সম্প্রদায়, কর্পোরেট সংস্থা, মহিলা গোষ্ঠী এবং অন্যরাও এতে সক্রিয় অংশগ্রহণ করে এটিকে একটি জন-আন্দোলনের রূপ দিয়েছে।

বিভিন্ন ঐতিহাসিক স্থান, দর্শনীয় এলাকা, বিভিন্ন পর্যটন কেন্দ্র, বাস স্ট্যান্ড, রেল স্টেশন জাতীয় সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অনুরূপ স্বচ্ছতা কর্মসূচি হাতে নেওয়া হয়।

‘যুব ভাগীদারি থেকে জন-আন্দোলন’-এ রূপ দিতে এই কর্মসূচি এক কথায় অসাধারণ, কারণ এই কর্মসূচির স্থায়িত্ব তথা সফলতাকে সুনিশ্চিত করতে জনসাধারণের প্রত্যেকের অবদান ও ভূমিকা রয়েছে।

 

PG/AB/DM


(Release ID: 1868880) Visitor Counter : 193