তথ্যওসম্প্রচারমন্ত্রক

ইফি ৫৩তম চলচ্চিত্র উৎসবের জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাদর আমন্ত্রণ জানায়

Posted On: 06 OCT 2022 1:43PM by PIB Kolkata

গোয়া, ০৬ অক্টোবর, ২০২২

 

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব – ইফি তাদের ৫৩তম উৎসবের জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। গোয়ায় ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। ভারত ও বিশ্বের সমসাময়িক এবং ঐতিহ্যবাহী নানা বিষয়ের উপর চলচ্চিত্র প্রদর্শিত হবে। 

ইফি ৫৩’তে আপনারা বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, কারিগরি শিল্পী, চলচ্চিত্র বিশ্লেষক সহ বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পর্যটকদের কাছে জনপ্রিয় রাজ্য গোয়া চলচ্চিত্র উৎসব উদযাপনের সাগর হয়ে উঠছে। তাই আসুন, চলচ্চিত্রের আনন্দ উপভোগ করতে এবং চলচ্চিত্র নির্মাতাদের জীবন, চাহিদা, সংগ্রাম ও স্বপ্ন দিয়ে সাজানো নানা স্বাদের চলচ্চিত্র উপভোগ করুন। এই উৎসব কেবলমাত্র ভারত ও বিশ্বের চলচ্চিত্র জগতের নানা দিক তুলে ধরে শুধু তাই নয়, এই উৎসবে ইফি বিভিন্ন আলোচনাসভা ও সম্মেলনেরও আয়োজন করে থাকে। 

এই উৎসবকে সফল করার জন্য তথ্য ও যোগাযোগের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। শিল্পের প্রতি যাঁদের সত্যিকরের ভালোবাসা রয়েছে, তাঁদের কাছে এই উৎসবের খবর পৌঁছে দিতে সংবাদ মাধ্যমের ভূমিকা বিশেষ। আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের এই উৎসবে আসার এবং নাম নথিভুক্তকরণের জন্য আহ্বান জানাই। 

২০২২ সালে আপনার বয়স যদি ২১ পূর্ণ হয়ে থাকে এবং আপনি যদি কোনও মুদ্রণ, বৈদ্যুতিন বা ডিজিটাল/অনলাইন মাধ্যমের প্রতিনিধি হন, তা হলে এই উৎসবের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। বয়সসীমা অতিক্রম করলে ফ্রিল্যান্সার হিসাবেও আপনি নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। অনলাইনে এই লিঙ্কটি ব্যবহার করে নাম নথিভুক্ত করুন - https://my.iffigoa.org/extranet/media/  

নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া খুবই সহজ। তাও যদি আপনার কোনও জিজ্ঞাস্য থাকে, তা হলে এই লিঙ্কে ক্লিক করে  iffi-pib[at]nic[dot]in, বিস্তারিত জানুন। অথবা এই নম্বরে আমাদের ফোন করুন +91-832-2956418. (যে কোনও কাজের দিন ভারতীয় সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)। 

অনলাইনে আপনার আবেদনপত্র ২০২২ – এর ৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডের মধ্যে জমা দিতে ভুলবেন না। কিন্তু, এত দেরী করবেন কেন? এখনই তা পূরণ করে জমা দিন। 

আমরা (পিআইবি) পরিচয়পত্র বিলির কাজ শুরু করবো। সংস্থা পিছু পরিচয়পত্র সাংবাদিকদের দেওয়া হবে। সংবাদ মাধ্যমের দর্শক বা এর ব্যাপ্তি অনুযায়ী কতজন সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া হবে, তা স্থির হবে। 

আমরা আশা করছি, আপনি কোভিড-১৯ এর টিকা নিয়েছেন। জনস্বার্থে ও আপনার সুস্বাস্থ্যের জন্য এটি জরুরি। আপনি যদি টিকার একটি বা বেশি ডোজ নিয়ে থাকেন, তা হলে তার শংসাপত্র নথিভুক্তিকরণ পোর্টালে আপলোড করুন। 

ইফি সম্পর্কে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৫২ সালে শুরু হয়। এশিয়ার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র উৎসব এটি। ২০০৪ সালে প্রথম গোয়ায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। এর পর থেকে প্রতি বছর এখানেই এই উৎসব আয়োজন করা হচ্ছে। ২০১৪ সালে গোয়াকে ইফি’র স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষণা করা হয়। 

ভারতীয় চলচ্চিত্রের কাহিনী ও এর পেছনে নানা গল্প জনগণের সামনে তুলে ধরতে এই আন্তর্জাতিক উৎসবের আয়োজন। প্রতি বছর ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই উৎসবের আয়োজন করে। এর সঙ্গে থাকে গোয়া সরকার এবং গোয়া বিনোদন সোসাইটি। 

৫৩তম ইফি সম্পর্কে যাবতীয় তথ্য উৎসবের ওয়েবসাইট www.iffigoa.org, অথবা পিআইবি-র ওয়েবসাইট pib.gov.in থেকে পাওয়া যাবে। এছাড়াও, ইফির ট্যুইটার, ফেসবুক ও ইন্সট্রাগ্রামের মতো সামাজিক মাধ্যম এবং পিআইবি গোয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানা যাবে। আমাদের সঙ্গে থাকুন, চলচ্চিত্র উপভোগ করুন, অন্যদের সঙ্গেও এই আনন্দ ভাগ করে নিন। 

 

PG/PM/SB



(Release ID: 1865639) Visitor Counter : 357