প্রধানমন্ত্রীরদপ্তর

হিমাচল প্রদেশের বিভিন্ন প্রকল্প সম্পর্কে নাগরিকদের মতামত ও মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী

Posted On: 05 OCT 2022 10:35AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০২২

 

কয়েকটি প্রকল্পের শিলান্যাস উপলক্ষে হিমাচল প্রদেশ যাওয়ার পথে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে নাগরিকদের মতামত ও মন্তব্যের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

বিলাসপুরে এইমস-এর শিলান্যাস প্রসঙ্গে এক মন্তব্যের জবাবে শ্রী মোদী এক ট্যুইট বার্তায় বলেছেন : 

“সারা ভারতের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। দেশের টিয়ার-২ ও টিয়ার-৩ শহর এবং সেইসঙ্গে উচ্চাভিলাষী জেলাগুলির প্রতি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যাতে সেগুলি আরও উন্নত হয়ে উঠতে পারে।” https://t.co/rDfcW44vox

দেশের বিভিন্ন অঞ্চলে আরও বেশি সংখ্যায় মেডিকেল কলেজ স্থাপন প্রসঙ্গে এক নাগরিকের মন্তব্যে সাড়া দিয়ে শ্রী মোদী ট্যুইট বার্তার মাধ্যমে বলেছেন : 

“আমাদের কর্মপ্রচেষ্টার মধ্যে রয়েছে দেশে আরও বেশি সংখ্যাক মেডিকেল কলেজ স্থাপন এবং আঞ্চলিক ভাষায় শিক্ষার প্রসার। নতুন চিকিৎসকদের কাছে এ এক গর্বের ঘটনা।” https://t.co/uQmES1xOPM

এইভাবেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মতামত ও মন্তব্যগুলির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

PG/SKD/DM/



(Release ID: 1865407) Visitor Counter : 115