প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতীয় বিমানবাহিনীতে লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচন্ড’র অন্তর্ভুক্তিকে একটি বিশেষ মুহূর্ত বলে প্রধানমন্ত্রীর মন্তব্য

Posted On: 03 OCT 2022 9:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা বাহিনীতে লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচন্ড’র অন্তর্ভুক্তির জন্য সকল দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং – এর এক ট্যুইটকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইট বার্তায় বলেছেন, “লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচন্ড’র অন্তর্ভুক্তি ১৩০ কোটি দেশবাসীর যৌথবদ্ধ সিদ্ধান্তের একটি বিশেষ মুহূর্ত। এর মধ্য দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের দেশ আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রত্যেক ভারতবাসীকে অভিনন্দন জানাই”!

 

PG/CB/SB


(Release ID: 1865049) Visitor Counter : 147